নিউজ
কোন দল সরকার গঠন করতে চলেছে উত্তরপ্রদেশে? কি উঠে এলো সাধারণ সমীক্ষায়? জেনে নিন বিস্তারিত!









নিজস্ব প্রতিবেদন:-প্রতিটি রাজ্যের বিধানসভা ভোট হবার আগে বিভিন্ন সংবাদ চ্যানেল গুলি একটি সমীক্ষা করে যার ফলে মানুষের মধ্যে তাকে ভোট দেওয়ার প্রবণতা সবথেকে বেশি তার একটা চিত্র সমীক্ষার মাধ্যমে তুলে আনা সম্ভব হয় কিন্তু কখনই এই চিত্র সত্যি বলে গ্রাহ্য করলে চলবে না কারণ এর হেরফের ঘটতেই পারে।




2022 উত্তরপ্রদেশের বিধানসভা ভোট ।হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানকার একাধিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ।ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে। বিজেপির হয়ে প্রচার করতে নেমে গেছে কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা ।যোগী আদিত্যনাথ নাকি অখিলেশ যাদব নাকি অন্য কেউ এবারে হতে চলেছে মুখ্যমন্ত্রী কি জানাচ্ছে উত্তরপ্রদেশের বাসিন্দারা জেনে নিন এক নজরে।




আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বিজেপির তরফ থেকে প্রচার করার জন্য একাধিক কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা রাজ্যের মাটিতে পা রেখেছিলেন ।কখনো কখনো তার সময়কাল খুব ঘন ঘন হয়ে গিয়েছিল শেষ মুহূর্তের দিকে। কিন্তু তবুও বিজেপি জায়গা করে নিতে পারেন নি বঙ্গ রাজনীতিতে। জাতীয়তাবাদের হাওয়া সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছিল তাদের তাহলে কি উত্তরপ্রদেশে একই অবস্থা হতে চলেছে? বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে সমীক্ষা করা হয়েছে তার মাধ্যমে যে চিত্র পরিস্ফুটিত হচ্ছে তা তুলে ধরার চেষ্টা করা হলো। প্রথমে আপনাদেরকে জানানো হবে যে কে কতগুলি আসন পেতে পারে তার পাশাপাশি জানানো হবে কার ভোট পাওয়ার আশঙ্কা কত শতাংশ প্রসঙ্গত উল্লেখ্য উত্তরপ্রদেশের মোট আসন সংখ্যা 403 টি।




১)কোন দল কত আসন পেতে পারে:-
বিজেপি:– ২১৩-২২১
এসপি:– ১৫২-১৬০
বিএসপি:- ১৬-২০
কংগ্রেস :-৬-১০
অন্যান্য :-২-৬




২)কে কত শতাংশ ভোট পেতে পারে:-
বিজেপি:- ৪১ শতাংশ
এসপি:-৩১ শতাংশ
বিএসপি:- ১৫ শতাংশ
কংগ্রেস:- ৯ শতাংশ
অন্যান্য:- ৪ শতাংশ




৩) মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই:-
যোগী আদিত্যনাথ :– ৪১ শতাংশ
অখিলেশ যাদব: – ৩২ শতাংশ
মায়াবতী :– ১৬ শতাংশ
প্রিয়ঙ্কা গান্ধী :– ৫ শতাংশ
জয়ন্ত চৌধুরী : – ২ শতাংশ
অন্যান্য :– ৪ শতাংশ












-
নিউজ10 months ago
প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুর শোকে পাগল হয়ে যাচ্ছেন প্রেমিকা শেহনাজ! ঝড়ের বেগে ভাইরাল হল ভিডিও।
-
নিউজ8 months ago
জনপ্রিয় হিন্দি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন একঝাঁক মহিলা পুলিশকর্মী! ব্যাপক ভাইরাল হল ভিডিও।
-
নিউজ6 months ago
অবশেষে স্বীকৃতি পেল প্রতিভা। প্রকাশিত হল ভুবন বাদ্যকরের প্রথম গানের মিউজিক ভিডিও! দারুন ভাইরাল ভিডিও।
-
নিউজ4 months ago
টোটো চালিয়েই রাস্তায় বেরিয়ে পড়লেন অরুনীতা-পবনদীপ! গাইলেন অসাধারন গান! মুহূর্তে ভাইরাল ভিডিও।
-
নিউজ7 months ago
ক্যামেরায় ধরা পড়লো সাপের শঙ্খ লাগার বিরল দৃশ্য! খুবই কম তিথিতে দেখা যায় এই দৃশ্য! মুহূর্তে ভাইরাল হল ভিডিও।
-
নিউজ9 months ago
প্রথমবারের জন্যে সোশ্যাল মিডিয়া লাইভে সিদ্ধার্থকে নিয়ে কথা বললেন প্রেমিকা শেহনাজ! তুমুল ভাইরাল হল ভিডিও।
-
নিউজ3 months ago
বাগানে কাজ করছিলেন মহিলা, হঠাৎ এই আক্রমণ করে মিলনরত অবস্থায় দুটি বিশাল কোবরা! তুমুল ভাইরাল ভিডিও।
-
নিউজ8 months ago
অসহায় বৃদ্ধার ঘরে লুকিয়ে ছিল বিশাল বড় ও ভয়-ঙ্ক-র বি-ষা-ক্ত কোবরা সাপ! উদ্ধার করতে গিয়ে ঘটলো চরম বিপত্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও।