এই মুহূর্তে কোন কোন চাকরির পরীক্ষার আবেদন চলছে? আবেদন করতে পারবেন অনলাইনেই!











নিজস্ব সংবাদদাতা: করোনা মহা-মা-রী-র জন্য এতদিন প্রায় থমকে ছিল বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের প্রক্রিয়া। ধীরে ধীরে আনলক ফাইভ পর্যন্ত আমরা চলে এসেছি। আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হতে শুরু করেছে। ঠিক তেমনিভাবে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া।আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কি কি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার নির্দেশিকা এসেছে। কেন্দ্রীয় সরকারের ইউপিএস এর মাধ্যমে স্টেনো নিয়োগ করা হবে। সেখানে ফরম ফিলাপ করার জন্য শেষ তারিখ চৌঠা নভেম্বর। সাউথ ইস্টার্ন কোয়ালফিল্ড স্বাস্থ্যকর্মী ওভারশিয়ার যেটা অপারেটর এর জন্য আবেদন পত্র অনলাইনে নিয়োগ করার শেষ তারিখ 29 শে অক্টোবর।





কলকাতার আইসিএমআর এ প্রজেক্ট টেকনিশিয়ান ডাটা অপারেটর পদে নিয়োগ চলছে।
রেসিং কর্পোরেশনে ইঞ্জিনিয়ার, ট্রেনি নিয়োগের জন্য আগামী 17 ই অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ইউপিএসসি এর মাধ্যমে 40 জন জিওলজিস্ট নিয়োগ করা হবে যার আবেদনের জন্য শেষ তারিখ 27 অক্টোবর।





কলকাতায় ডাক বিভাগে স্কিলড আর্টিসান নিয়োগ করা হবে যার আবেদনের জন্য শেষ তারিখ দোসরা নভেম্বর।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তাতে ফিজিওথেরাপিষ্ট কন্ডিশনিং এক্সপার্ট নিয়োগ করা হবে এবং আবেদনের জন্য শেষ তারিখ 21 শে অক্টোবর।





রাজ্য সমবায় ব্যাংক গুলিতে ম্যানেজার সুপারভাইজার নিয়োগ এর জন্য অফলাইন এবং অনলাইন দু’রকম পদ্ধতিতে আবেদন করা যাচ্ছে।
ইউপিএসসির মাধ্যমে প্রতিরক্ষা ও স্বাস্থ্য বিভাগে অফলাইন এবং অনলাইন দুভাবেই 15 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাচ্ছে।
বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং সশস্ত্র সীমা বল এস এস বি তে ট্রেডসমেন নিয়োগ করা হচ্ছে।



















