




নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই অভিনেতা রাজা গোস্বামী, তার নিজের ও স্ত্রী অভিনেত্রী মধুবনীর অন্তরঙ্গ ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। এই ছবিতে মধুবনীকে পিছন থেকে আলিঙ্গন করে চোখ বন্ধ করে আছেন রাজা। তার সঙ্গেই অভিনেত্রী মধুবনীর মুখে স্মিত হাসি।
রবীন্দ্রসঙ্গীতের খুব বিখ্যাত লাইন উল্লেখ করে রাজা দিয়েছেন এই ছবির ক্যাপশন। সেটি হল, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে’। ক্যাপশন ছাড়াও একটি হৃদয়ের ইমোজি রাজা দিয়েছেন এই পোস্টে।





এই ছবিটি রাজার মহিলা ভক্তদের কাছে খুব পছন্দের হলেও মাধুবনিকে ট্রোল হতে হয়েছে তাঁর নাকছাবির জন্য। সম্পূর্ণ ‘নো মেক-আপ’ লুকে মধুবনি ছবিটি তুললেও, নাকে ছিল মারাঠি স্টাইলের একটি বড়ো সোনালী নাকছাবি।এই নাকছাবি নিয়েই যত অভিযোগ। নাকছাবি একদম মানাচ্ছে না তাকে, এমনকি তাঁর সৌন্দর্য অনেকখানি ফিকে হয়েছে, এইসব মন্তব্য নেটিজেনরা করেছেন।





স্টার জলসার একটি বাংলা ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে মধুবনী ও রাজার দেখা হয়েছিল। পরবর্তীতে সেই বন্ধুত্ব প্রেম অব্দি গড়িয়ে যায়। গত বছর বিয়ে করেন তাঁরা।বর্তমানে রাজার হাতে কাজ আছে, তবে মধুবনীকে টিভির পর্দায় খুব একটা দেখা যায়না কিছুদিন আগে নিজের বিউটি পার্লার চালু করেছেন মধুবনী।




