পরনে লাল উষ্ণ ছোট পোশাক, দুই যমজ বোনের তু’মুল নাচ সোশ্যাল মিডিয়ায়, মুহূর্তে ভাইরাল ভিডিও











নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন মডেলিং স্টারেরা।সোশ্যাল মিডিয়ায় এমন একটি মাধ্যম যার মাধ্যমে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় দর্শকদের কাছে নিজের ছায়া নিজের স্টাইল নিয়ে। কিছুদিন আগে চিনা অ্যাপ টিকটক বন্ধ হওয়ার পর ধীরে ধীরে ইন্সটাগ্রাম এর জনপ্রিয়তা আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে।





ইন্সটাগ্রাম এর নতুন ফিচার ইনস্টা রিলে এখন ভিডিও আপলোড করা যায়।সেখানেই বিভিন্ন রকমের শিল্পীরা তাদের শিল্পের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। নাচ গান আবৃত্তি বাদ্যযন্ত্র সব কিছুর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করার পথ খুলেছে। লাল রঙের টপ ব্ল্যাক কালারের শার্ট জিন্স চুল পনিটেইল করে বাঁধা এইরূপে দুই জমজ বোন নিচে মাতালো ইনস্টাগ্রাম। দর্শকদের মাঝে এই ভিডিও আসার পরে ছড়িয়ে গেছে উন্মাদনা। জমজ দুই বোনের নাম সুরভি এবং সমৃদ্ধি।
https://www.instagram.com/p/CFhOM-tnbLH/?utm_source=ig_web_copy_link





টিভি শো দ্য কপিল শর্মা শোয়ের মাধ্যমে খ্যাতি অর্জনকারী যমজ বোন সুরভী মেহরা এবং সমৃদ্ধি মেহরা ছিলেন জনপ্রিয় টিকটক তারকা। দেখতে একই যমজ এই দুই বোন তাদের ফ্যাশনএর জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এবং সময়ের সাথে সাথে টিকটকে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। দ্য কপিল শর্মা শোতে উপস্থিত হওয়ার আগে দুই বোন এমনকি মডেলিং প্রকল্পের অংশও হয়েছিলেন। ইনস্টাগ্রামে তাদের ২.৯ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। ইতিমধ্যে তাদের সেই ভিডিও 3 লক্ষ 43 হাজারেরও বেশি লাইক পেয়েছে। সেই ভিডিওতে পড়েছে দু হাজারের বেশি কমেন্ট।
https://www.instagram.com/p/CF4BLKVH-IB/?utm_source=ig_web_copy_link



















