অফবিট
নিজের ব্যবসা শুরু করতে চান? কিন্তু পুঁজি কম? চিন্তা নেই, মাত্র 5000 টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা! মাসে লাভ লক্ষাধিক টাকা!









নিজস্ব প্রতিবেদন :- বর্তমানে দেশের যা অবস্থা তাতে এমনটা বলা যেতেই পারে যে প্রতিনিয়ত বাড়তে থাকে এই বেকারত্বের সংখ্যা আগামী দিনে আরও বেশি মাত্রা বৃদ্ধি পাবে ।কিন্তু তবুও মানুষ বুদ্ধিমানের মতো কাজ করছে ।এই মুহূর্তে চাকরির আশাতে না থেকে নিজের পছন্দ মতো ছোটখাটো একটা ব্যবসা শুরু করছে। অনেকে হয়তো ভাবেন যে ব্যবসা মানে মোটা অংকের টাকা দরকার। কিন্তু তেমনটা নয় ।মাত্র 5 থেকে 6 হাজার টাকা খরচ করে কিন্তু আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। পাশাপাশি পাবেন কেন্দ্রীয় সরকারের সাহায্য।




এই মুহূর্তে দেশের মাথাপিছু আয় অনেকটা কমে গেছে ।যার ফলে আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এই অবস্থাতে পুনরায় ঘুরে দাঁড়াবার জন্য এই ধরনের ব্যবসা গুলি অত্যন্ত দরকারি বলে মনে করছে অনেকে। এমন এক ধরনের ব্যবসা রয়েছে যেখানে আপনি ৫-৬ হাজার টাকা বিনিয়োগ করে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন । কথাটা অবাস্তব মনে হল এর বাস্তবতা রয়েছে চরম পর্যায়ে । যেমন ধরুন মাটির ভাঁড়ে ব্যবসা।




আমরা জানি যে মিষ্টির দোকান থেকে শুরু করে চায়ের দোকান ও আরো বিভিন্ন ফাস্টফুডের দোকানে এখন মাটির ব্যবহার করা হচ্ছে । প্লাস্টিকের ভাঁড় ও কাগজের ভাঁড় রয়েছে কিন্তু তার পাশাপাশি মাটির ওপর জোর দিচ্ছে অনেকে। যেহেতু এই মাটির ভাঁড় পরিবেশের কোনো ক্ষতি করে না তাই সরকারের পক্ষ থেকেও এর ওপর জোর দেওয়া হয়েছে। একশোটা মাটির ভাঁড় এর দাম ৫০ টাকা। এভাবে প্রতি মাসে কয়েক হাজার মাটির ভাঁড় তৈরি করে আপনি রীতিমত ৫০,০০০ টাকার মতন উপার্জন করতে পারেন।




কিন্তু তৈরি করবেন কিভাবে? সে বিষয়ে সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে বিজ্ঞপ্তি জারি করেছিল বেশ কিছুদিন আগে । সেখানে এই ব্যবসাকে তুলে ধরার জন্য জোর দেওয়া হয়েছিল। এবং বলা হয়েছিল যে সরকারের তরফ থেকে মাটির ঘর তৈরি করার জন্য একটি ইলেকট্রিক মেশিন দেওয়া হবে অত্যন্ত কম দামে মিলবে সরকারের থেকে। এবং এটি খুব সহজে অল্প সময়ে অনেকগুলি মাটির ঘর তৈরি করতে প্রস্তুত।




মূলত চায়ের দোকান বা পাঞ্জাবী ধাবা গুলিতে মাটির ভাঁড়ে ব্যবহার বেশি মাত্রায় দেখা যায়। এমনকি এমন অনেক চায়ের দোকান আছে যেখানে চায়ের ভাঁড় এর দাম শুরু হয় ৩০ টাকা থেকে। সে ক্ষেত্রে মাটির ভারের দাম আলাদা হয় আবার পাঁচ টাকা চা এর ক্ষেত্রে মাটির ভার এর দাম আলাদা হয়। সব মিলিয়ে আপনি যদি এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনি বেশ ভালো উপার্জন করতে পারবেন। এর জন্য আপনাকে পাঁচ হাজার টাকা খরচ করতে হবে এবং থাকতে হবে কিছুটা পরিমান জায়গা তাহলে বাজিমাত।












-
নিউজ10 months ago
প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুর শোকে পাগল হয়ে যাচ্ছেন প্রেমিকা শেহনাজ! ঝড়ের বেগে ভাইরাল হল ভিডিও।
-
নিউজ8 months ago
জনপ্রিয় হিন্দি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন একঝাঁক মহিলা পুলিশকর্মী! ব্যাপক ভাইরাল হল ভিডিও।
-
নিউজ6 months ago
অবশেষে স্বীকৃতি পেল প্রতিভা। প্রকাশিত হল ভুবন বাদ্যকরের প্রথম গানের মিউজিক ভিডিও! দারুন ভাইরাল ভিডিও।
-
নিউজ4 months ago
টোটো চালিয়েই রাস্তায় বেরিয়ে পড়লেন অরুনীতা-পবনদীপ! গাইলেন অসাধারন গান! মুহূর্তে ভাইরাল ভিডিও।
-
নিউজ7 months ago
ক্যামেরায় ধরা পড়লো সাপের শঙ্খ লাগার বিরল দৃশ্য! খুবই কম তিথিতে দেখা যায় এই দৃশ্য! মুহূর্তে ভাইরাল হল ভিডিও।
-
নিউজ9 months ago
প্রথমবারের জন্যে সোশ্যাল মিডিয়া লাইভে সিদ্ধার্থকে নিয়ে কথা বললেন প্রেমিকা শেহনাজ! তুমুল ভাইরাল হল ভিডিও।
-
নিউজ3 months ago
বাগানে কাজ করছিলেন মহিলা, হঠাৎ এই আক্রমণ করে মিলনরত অবস্থায় দুটি বিশাল কোবরা! তুমুল ভাইরাল ভিডিও।
-
নিউজ8 months ago
অসহায় বৃদ্ধার ঘরে লুকিয়ে ছিল বিশাল বড় ও ভয়-ঙ্ক-র বি-ষা-ক্ত কোবরা সাপ! উদ্ধার করতে গিয়ে ঘটলো চরম বিপত্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও।