নিউজ
মিঠাই কে নিয়ে স্বপ্নে দারুন রোমান্টিক নাচ নাচলেন ‘উচ্ছেবাবু’ সিদ্ধার্থ! নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :-মিঠাই ধারাবাহিকের কথা আমরা প্রত্যেকে জানি । বিগত কয়েকদিন থেকে টিআরপি নিরিখে একদম প্রথম স্থান অধিকার করে রয়েছে । এই ধারাবাহিকটি একান্নবর্তী পরিবারের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরা হয় এই ধারাবাহিকের মধ্যে ।যার ফলে দর্শকদের প্রচন্ড কাছের হয়ে গিয়েছে এই ধারাবাহিকটি ।




কিন্তু মিঠাই কথা অনুযায়ী এবার স্বপ্ন দেখা থেকে অর্থাৎ ডিরিম থেকে বাদ গেলোনা তার উচ্চ্ছে বাবু ।সম্প্রতি মিঠাই তার মাকে আচমকা হারিয়ে ফেলেছেন যার ফলে তার গোটা দৃশ্যটা শূন্যস্থানে পরিণত হয়েছে । তার মা হারানোর যন্ত্রণা তাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে কিন্তু পরিবারের প্রতিটি সদস্য তাকে ভালো রাখার চেষ্টা করছে আনন্দ রাখার চেষ্টা করছে ।




যার ফলে একাধিক পন্থা অবলম্বন করে চলেছে প্রতিনিয়ত ।সে নিজেকে প্রমিস করে যে সে আর কোন দিন স্যাদ থাকবে না ।যে মিঠাই গোটা বাড়ি কে মাথায় করে রাখতো সে এখন সারাদিন ঘুমাচ্ছে ।মানসিক শান্তি নেই ।তবে হঠাৎ করেই কল্পনার জগতে চলে গেল সিদ্ধার্ত ।




মিঠাই মায়ের মৃত্যু সংবাদ শুনে ব্যাঙ্গালোর থেকে তড়িঘড়ি করে চলে আসি সিদ্ধার্থ যার ফলে তারা বস হওয়া হলো না সেই জায়গায় তোরসা হয়েছে নতুন মালিক এবং সিনিয়র অমানবিক হুকুম জারি করে চলেছে ক্রমশ সিদ্ধার্থের উপরে কিন্তু হঠাৎ করে অফিসে সকলের সামনেই সিদ্ধার্ত গানটা গাইতে শুরু করে।




অফিসের সকলের সামনে গান গাইতে গাইতে হঠাৎই দাদুর নাতি চলে যায় কল্পনার জগতে। তারপর সে দেখে ‘তুম সেহি’। গানের সঙ্গে মিঠাইয়ের সাথে সে কাপল ড্যান্স করছে। তবে এটা কিছু নতুন নয়, এর আগেও দেখা গিয়েছে বাস্তবে মিঠাই এবং সিদ্ধার্থকে কাপল ডান্স করতে।ইতিমধ্যে এই এপিসোড টি ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে ব্যাপক পরিমাণে ।
— Bengal News Media (@media_bengal) January 14, 2022












-
নিউজ10 months ago
প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুর শোকে পাগল হয়ে যাচ্ছেন প্রেমিকা শেহনাজ! ঝড়ের বেগে ভাইরাল হল ভিডিও।
-
নিউজ8 months ago
জনপ্রিয় হিন্দি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন একঝাঁক মহিলা পুলিশকর্মী! ব্যাপক ভাইরাল হল ভিডিও।
-
নিউজ6 months ago
অবশেষে স্বীকৃতি পেল প্রতিভা। প্রকাশিত হল ভুবন বাদ্যকরের প্রথম গানের মিউজিক ভিডিও! দারুন ভাইরাল ভিডিও।
-
নিউজ4 months ago
টোটো চালিয়েই রাস্তায় বেরিয়ে পড়লেন অরুনীতা-পবনদীপ! গাইলেন অসাধারন গান! মুহূর্তে ভাইরাল ভিডিও।
-
নিউজ7 months ago
ক্যামেরায় ধরা পড়লো সাপের শঙ্খ লাগার বিরল দৃশ্য! খুবই কম তিথিতে দেখা যায় এই দৃশ্য! মুহূর্তে ভাইরাল হল ভিডিও।
-
নিউজ9 months ago
প্রথমবারের জন্যে সোশ্যাল মিডিয়া লাইভে সিদ্ধার্থকে নিয়ে কথা বললেন প্রেমিকা শেহনাজ! তুমুল ভাইরাল হল ভিডিও।
-
নিউজ3 months ago
বাগানে কাজ করছিলেন মহিলা, হঠাৎ এই আক্রমণ করে মিলনরত অবস্থায় দুটি বিশাল কোবরা! তুমুল ভাইরাল ভিডিও।
-
নিউজ8 months ago
অসহায় বৃদ্ধার ঘরে লুকিয়ে ছিল বিশাল বড় ও ভয়-ঙ্ক-র বি-ষা-ক্ত কোবরা সাপ! উদ্ধার করতে গিয়ে ঘটলো চরম বিপত্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও।