








নিজস্ব প্রতিবেদন:নেট মাধ্যমে চোখ রাখলেই আমরা প্রতিনিয়ত নানান ধরনের আশ্চর্য বিষয় দেখতে পারি। বর্তমান যুগে মানুষের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য সোশ্যাল মিডিয়া একটি অন্যতম মাধ্যম। সময়ের সঙ্গে সঙ্গে এই নেট দুনিয়ার প্রভাব মানুষের মধ্যে ক্রমাগত বেড়েই চলেছে।




পূর্ববর্তী সময়ে মানুষ কোন রকমের খবর বা ঘটনা জানার জন্য সাধারণত সংবাদপত্র, টেলিভিশন এর উপর নির্ভর করে থাকতেন। কিন্তু বর্তমানে তা পরিবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল গুলিতে খুব দ্রুত নানান ধরনের খবর ভাইরাল হয়ে ওঠে।




এছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্লাটফর্ম গুলি তো রয়েছেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমনই একটি ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি।




ভাইরাল এই ভিডিওটি সাপ সংক্রান্ত। এই বিষধর প্রজাতিটিকে সবাই ভয় পেয়ে থাকেন। যদিও সব সাপ বিষধর প্রজাতির হয় না। তবুও মানুষ এটিকে স্বভাবগত কারনে ভয় পেয়ে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়িতে কোবরা সাপ প্রবেশ করে গিয়েছে।




এই সাপের প্রজাতি এতটাই ভয়ঙ্কর যে কোন মানুষকে ছোবল দিলে মুহুর্তেই সেই ব্যক্তির স্নায়ুতন্ত্র অকেজো হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বাড়িতে এই সাপকে ঢুকতে দেখে রীতিমত ভয় পেয়ে গিয়েছেন সদস্যরা।




শেষমেষ সাপটিকে উদ্ধার করার জন্য সর্প রক্ষক একজন যুবককে খবর দিয়েছেন তারা।সেই যুবক সঠিক সময়ে এসে অত্যন্ত দক্ষতার সাথে ওই সাপটিকে উদ্ধার করে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেয়। ইউটিউবে ওই যুবকের একটি নিজস্ব চ্যানেল রয়েছে। নাম মুরলিওয়ালে হাউসলা।




তার এই চ্যানেল থেকে এই সাপ উদ্ধার এর ভিডিওটি শেয়ার করেছেন তিনি। মাত্র 10 দিন আগে শেয়ার করা হলেও ভিডিওটিতে ইতিমধ্যে প্রায় 60 লাখের কাছাকাছি দর্শকসংখ্যা হয়ে গিয়েছে। ভিডিওটি কে পছন্দ করেছেন প্রায় 18 হাজার মানুষ। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই ওই যুবকের সাহসিকতার প্রশংসা করেছেন। দেখে নিন সেই ভিডিও।











