




নিজস্ব প্রতিবেদন:-যত সময় এগিয়েছে ততো দেশকে আরও উন্নতির শিখরে নিয়ে গেছে এদেশের সরকার এ কথা অ’স্বীকার করার কোনো উপায় নেই । বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় নতুন নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার । এতে সুবিধা হয়েছে সাধারণ মানুষের। তবে কোথাও যেন সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে একদল মানুষ ।ছড়িয়েছে দিনের পর দিন মি’থ্যা খবর। যার ফলে এক বিশাল সংখ্যক মানুষ পড়েছে বিভ্রা’ন্তিতে।





এ ঘটনা নতুন নয় পুরনো । তবে আরও একবার সেরকমই ঘটল এ দেশে। যেখানে সম্পূর্ণ মিথ্যা খবর ছড়িয়ে বি’ভ্রান্তি সৃষ্টি করা হয়েছে ।ভারত সরকার নারী সুরক্ষিত দিক থেকে কিছুটা হলেও এগিয়ে আছে অর্থাৎ ভারত সরকার নারী সুরক্ষার দিক থেকে প্রতিজ্ঞাবদ্ধ ।কোথাও কোথাও খামতি থাকলেও সরকার চেষ্টা করে তার সর্বস্ব দিয়ে। তবে সেই নারী সুরক্ষা নিয়ে একটি ফেক খবর ছড়িয়েছে ইউটিউব এর মাধ্যমে।ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে ৷





ভাইরাল ভিডিও-তে দাবি করা হয়েছে সব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘প্রধানমন্ত্রী নারী শ’ক্তি যোজনা’-য় ২.২০ লক্ষ টাকা করে জমা করছে সরকার ৷ এরকম কোনও মেসেজ যদি আপনার কাছেও আসে তাহলে সাবধাম হয়ে যান ৷ কেন্দ্র সরকারের তরফে পিআইবি ফ্যাক্ট চেক তাদের ট্যুইটার হ্যান্ডেলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভিডিওটি ফেক ৷পিআইবি ফ্যাক্ট চেক ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে বিভিন্ন ফেক মেসেজ সম্বন্ধে সচেতন করে সাধারণ মানুষকে ৷





এদিন পিআইবি-র তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী নারী শ’ক্তি নামে কোনও যোজনা চালাচ্ছে না ৷এর পাশাপাশি PIB জানিয়েছে এই ধরনের কোন মেসেজ বা লিংক পেলে আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন না । পড়তে পারেন বিভ্রান্তিতে ।শি’কার হতে পারেন অনলাইন ফ্রড এর । তবে সরকার কে বা কারা এই ধরনের বি’ভ্রান্তি ছড়াচ্ছে তার ওপর নজর রাখছে এবং রীতিমত ক’ঠোর থেকে ক’ঠো’রতম শা’স্তির ব্যবস্থা করছে তাদের জন্য ।




