দারুন কম দামে রাস্তার ওপর চার কাঠা জমির ওপর দোতালা বাড়ি বিক্রি, রইলো বাড়ির ভিডিও ও বিক্রয় মূল্য!











নিজস্ব প্রতিবেদন :- আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকমের সখ থেকে থাকে । তাদের মধ্যে একটি অন্যতম শখ হল বাড়ি কেনা বা বাড়ি তৈরি করা । ছোট বেলা থেকেই ছেলে মেয়েরা নিজের স্বপ্নের বাড়ি একটা কাল্পনিক ছবি মনের মধ্যে একে বসে থাকে । এটা আমাদের কম বেশি সবারই মধ্যে দেখা যায় । তারপর যত বড় হয় ততই যেন সেই স্বপ্নের আকাটা আস্তে আস্তে বাস্তবে রূপায়িত করার চেষ্টা চলতে থাকে।





পড়াশোনা শেষ করার পর যখন চাকরিতে প্রথম কেউ ঢুকে তখন তার মূলত প্রধান উদ্দেশ্য হয় ভবিষ্যতে নিজের জন্য একটি সুন্দর মনের মতন বাড়ি তৈরি করা। তার জন্য লাগবে উপযুক্ত জমি এবং পর্যাপ্ত পরিমাণে টাকা। তাই চাকরিতে দাঁতে দাঁত চেপে চলে নিরন্তন পরিশ্রম । কারণ স্বপ্নের বাড়ি তাকে তৈরি করতে হবে । কিন্তু এমনটা যদি হয় আপনার মনের মতন বাড়ি আগে থেকে তৈরি করা আছে এবং তা এখন বিক্রির জন্য অপেক্ষা করছে? তাহলে কেমন হয়।





মানে ধরুন আপনি যে রকম মেয়ের বাড়ি চাইছেন তার থেকেও যদি ভালো বাড়ি আপনার সামনে হাজির করানো হয় তাহলে নিশ্চয়ই আপনারা না বলার কোন জায়গা থাকবে না । আমি এই মুহূর্তে সেরকমই একটি বাড়ির কথা বলতে চলেছি । মাস খানেক আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি বাড়ির ভিডিও । বাড়িটির অবস্থিত গড়িয়াতে । বাড়ির সামনে থাকছে অবিরাম যোগাযোগ ব্যবস্থা । দুই কাঠা জমির উপর এই বাড়িটি তৈরি করা হয়েছে।





প্রথমেই বলে রাখি বাড়িটি দোতালা । তার উপরে আরেকটি ফ্লোর ।ছোট্ট জমির মধ্যে উন্নত মানের আধুনিক বাড়ি যদি কেউ কিনতে চান তাহলে এই বাড়িটি তাদের জন্য। বাড়িটি বেশকিছু বছরের পুরনো হলেও তা সামনে থেকে দেখে বোঝার উপায় নেই ।এখনো অক্ষত অবস্থায় আছে। আপনি উপরের দিকে গেলে দেখতে পাবেন পাশাপাশি দুটি বেড রুম। বেড রুমের সামনে রয়েছে ডাইনিং। এবং ডাইনিং এর শেষ প্রান্তে রয়েছে কিচেন । অপর প্রান্তে রয়েছে একটি বাথরুম । এর পাশাপাশি বেড রুমের শেষ প্রান্তে পাবেন একটি বারান্দা । বারান্দা রেলিং দিয়ে পরিবেষ্টিত। এর পাশাপাশি খোলামেলা ছাদ রয়েছে । গড়িয়াহাটে অসম্ভব সুন্দর পরিবেশের মধ্যে এই বাড়িটি দাম রাখা হয়েছে ৫৫ লাখ টাকা । আপনি যদি মনে করেন যে তৈরি করা বাড়ি কিনবেন অথচ আপনার সাধ্যের মধ্যে তাহলে এবার এটি আপনার জন্য ।





বাড়ির সামনে অবিরাম থাকছে যোগাযোগ ব্যবস্থা । তার সাথে বাড়িতে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে । এর পাশাপাশি সামনে পুলিশ স্টেশন থেকে শুরু করে সমস্ত যাবতীয় প্রয়োজনীয় পরিষেবাগুলি পেয়ে যাবেন আপনি সামনে ।অত্যন্ত সুবিধাজনক বাড়ি তাও আবার এত কম দামে বর্তমান বাজার মেলা অসম্ভব ।



















