যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যেভাবে বাবাকে ডাকলে মেলে সাড়া, বাবা রক্ষা করেন সর্বত্রই!











নিজস্ব প্রতিবেদন :- আমরা আমাদের জীবনকে সুখ-সমৃদ্ধি এবং মসৃণ করে তোলার তে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা চেয়ে থাকি । অর্থাৎ প্রত্যেকেই চায় যে তার জীবনে যেন ঈশ্বর এর অবদান এবং আশীর্বাদ থাকে । যদিও কেউ কেউ ঈশ্বরে বিশ্বাস করে না তবে আমাদের দেশে অধিকাংশ মানুষ ঈশ্বরে বিশ্বাসী এবং সেই বিশ্বাস থেকেই দেশজুড়ে পালন হয় উৎসব ।





বাবা লোকনাথ এর কথা আমরা সকলেই জানি। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও শুধুমাত্র দয়া দান এবং ভক্তদের প্রতি ভালোবাসার জন্য তিনি পূজনীয় হয়ে উঠেছেন। লোকনাথ বাবার কৃপা জীবনে থাকলে যেকোনো প্রতি-কূল পরিবেশ থেকে জীবনকে রক্ষা করা সম্ভব ।





লোকনাথ ব্রহ্মচারীর কৃপা পেলে জীবন অত্যন্ত সুন্দর হয়ে থাকে তিনিই রক্ষা করেন সমস্ত বা-ধা বি-প-ত্তি থেকে । তিনি দয়াময় আসমুদ্র হিমাচল তাঁর ব্যপ্তি ৷ তিনিই রক্ষা করেন সর্বত্র ৷তিনি রক্ষা করেন রণে, বনে জলে জঙ্গলে ৷ এমনই বিশ্বাস ভক্তমহলে ৷সংযোমের মাধ্যমে কঠোর জীবন যাপন করার নির্দেশ দিতেন বাবা সবাইকেই ৷





এর পাশাপাশি বাবা লোকনাথ তার ভক্তদের উদ্দেশ্যে বিভিন্ন জীবন মূলক বাণী দিয়ে গেছেন। ভক্তদের নির্দেশ দিয়েছেন সে বাণী গুলি অক্ষরে অক্ষরে পালন করার জন্য ।কারণ সেই বাণী গুলি পালন করলে জীবনে আসবে না কোনো বাধা-বি-প-ত্তি। জীবন হয়ে উঠবে মসৃণ এমনকি যেকোন বি-প-দে লোকনাথ বাবা তাদেরকে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন এবং তা তিনি রাখেন । রনে বনে জঙ্গলে যখনই বি-প-দে পড়িবে আমাকে স্মরণ করিয় আমি তোমাদের রক্ষা করিবো এই কথাটি কোথাও যেন অক্ষরে অক্ষরে মিলে যায় যখন সত্যি কেউ বিপদে পড়ে লোকনাথ বাবা শরণাপন্ন হয়



















