









নিজস্ব সংবাদদাতা:বেগুন গাছের বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে জায়গা প্রয়োজন। তবে আপনি যতক্ষণ না যথেষ্ট পরিমাণ জায়গা না থাকলেও লাগাতে পারবেন বেগুন গাছ। আপনার বাড়ির ছাদে, বারান্দায় লাগান বেগুন গাছ।আপনার বেগুন গাছ ভালো রাখার জন্যে রাখার মূলত প্রচুর পরিমাণে সূর্যের আলো দরকার। মূল কারণ হল বেগুনগুলি উষ্ণ জমিতে ভালো বৃদ্ধি পায়। আপনাকে অবশ্যই মাটি পুরোপুরি আর্দ্র রাখতে হবে তবে ভেজানো নয়।





১. বালি এবং গোবর মিশিয়ে রেখে দিন 15 দিন মত। গোবর গুলো ততদিনে শুকিয়ে এলে ঝুরঝুরে করে নিন।
২. বাড়ির আনাজপাতি, সবজির খোসা এগুলো এক জায়গায় দশ দিন মত খোলা অবস্থায় রেখে দিন।





৩. এরপর কোনো নার্সারি থেকে বেগুন চারা নিয়ে আসুন। তেমন না হলে আপনি বীজ থেকে চারা বানাতে পারেন।
৪. চারা গাছটি 6ইঞ্চি মত বড় হয়ে গেলে টবে লাগানোর জন্যে শিকড় সহ তুলে নিন।





৫. একটি তবে বা প্লাস্টিকের জারে প্রথমে বালি ও গোবর মিশ্রণ দিন। তারপর সেখানে আনাজ সবজির খোসা সব দিয়ে দিন। তার ওপর আরেকবার বালি গোবর সারের মিশ্রণ টি দিয়ে লেয়ার তৈরি করুন।
৬. এবার তাতে বেগুন চারা লাগিয়ে দিন। নির্মিত জল দিন। তবে খেয়াল রাখবেন শিকড় যেনো পচে যা যায় বেশি জল দেওয়ার কারণে।




