





নিজস্ব প্রতিবেদন :-
সামনে পুজো কাঁসরঘন্টা তে রীতিমতো মুখরিত হতে চলেছে গোটা বাংলা। এর পাশাপাশি ঘন্টা বেজে গেছে ভোটের । কাজেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই পুজোর সময় টিকে ব্যবহার করতে চাইছেন ।ঠিক সেরকমই চেয়েছেন বিজেপিও। ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে তত বেড়ে চলেছে সভা মিটিং-মিছিলের সংখ্যা। কিন্তু এবারের ভোটের আগে জোড়া চমক দিতে চলেছে বিজেপি ।





গত সপ্তাহে বৃহস্পতিবার নবান্ন অভিযান চালিয়েছিল গেরুয়া শিবির । সেই নবান্ন অভিযান এর পর বেশ কিছুটা আশা প্রদত্ত ফল পেয়েছে বিজেপি এমনটাই মনে করছে যদিও গেরুয়া শিবির। তবে এবার পুজোর আগে আরো বড়সড় পরপর দুটি চমক দিতে চলেছে বিজেপি । পুজোর আগেই রাজ্যের মাটিতে পা রাখতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সাথে সাথে ষষ্ঠীর দিন অর্থাৎ মায়ের বোধনের দিন ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা রাখবেন নরেন্দ্র মোদি। দলীয় সূত্রে খবর।





এর পাশাপাশি দলের এক শীর্ষ নেতা জানান যে ষষ্ঠীর দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ওই দিন ভগবান রাম দেবীর অকালবোধন করেছিলেন ও সীতা উদ্ধারে গিয়েছিলেন । এর পাশাপাশি ষষ্ঠীর দিন চক্ষুদান করা হয় । তাই এই বিশেষ পূণ্য তিথিতে তারা তাদের আদর্শ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন বক্ততা রাখার জন্য। এর পাশাপাশি অনেকে আবার মনে করছেন যে যেহেতু মানুষ জনের মধ্যে একটা ধারণা রয়েছে যে বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী তাই সে ধারণাটিকে মিথ্যে প্রমাণ করতে এই ধরনের বাঙালি অনুভূতি, আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।





এর পাশাপাশি দলীয় কর্মীদের চাঙ্গা করতে এবং আগাম ভোটে জল মাপতে এ রাজ্যে পা দিতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য অনুসারে অনেকদিন আগেই তিনি রাজ্যে সফর আসতে চেয়েছিলাম কিন্তু তার শারীরিক অসুস্থ জন্য তিনি পিছিয়ে পড়েন । এখনো পর্যন্ত দিনক্ষণ ঠিক হয়নি তবে খুব শিগগিরই হবে । তবে এবার NRC বা CAA নয় তৃণমূলকে বিঁধতে হবে তাদেরই কাটা দিয়ে । এমনটাই মনে করছেন গেরুয়া বাহিনী। ।




