পরনে কালো স্লিভলেস ব্লাউজ, খোলা চুল, সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী সায়ন্তিকা, মুহূর্তে ভাইরাল ভিডিও











নিজস্ব সংবাদদাতা: ভারতের একটি জনপ্রিয় অ্যাপ ছিল টিকটক।ভারত সরকারের নির্দেশে টিকটক ব্যান হয়ে যাওয়ার পর অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিক টক এর বিকল্প হিসেবে তারা নিজেদের প্রজেক্ট চালু করতে থাকে। এই সময়ে জনপ্রিয় হয়ে ওঠে ইন্সটাগ্রাম এর নিজস্ব ইনস্টারিল।





ইনস্টারিল এ আপনারা টিকটকের মতোই ভিডিও আপলোড করতে পারবেন।ইনস্টাগ্রামে এই ফিচারটি আসার পর আরও জনপ্রিয় হয়েছে এবং অনেকেই এতে সামিল হয়েছেন। বাংলা চলচ্চিত্র জগতে সায়ন্তিকা একজন মিষ্টি অভিনেত্রী নামে পরিচিত। দেব জিৎ সহ একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে তিনি অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন বাংলা দর্শকদের। সিনেমার পাশাপাশি মডেলিংএও সমান স্বাচ্ছন্দ তিনি।





সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সায়ন্তিকার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। ইনস্টারিল এ একটি মডেলিং এর ফটোশুট এর কিছু মূহুর্ত ভিডিও রূপে আপলোড করেছেন তিনি। লাল শাড়ি পড়ে, পাখার হাওয়ায় উড়তে থাকা খোলা চুলে তিনি পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে- এই ভিডিও প্রকাশ হওয়ার পরই তার অনুগামীরা হামলে পড়ে তাকে স্ক্রিনে দেখবার জন্য।





ইতিমধ্যে ভিডিওটি 60 হাজার দর্শক দেখে ফেলেছেন। উল্লেখ্য সায়ন্তিকার ইনস্টাগ্রাম প্রোফাইল এর ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের বেশি। বলাই বাহুল্য সায়ন্তিকার ফ্যান ফলোইং খুবই জমজমাট এবং তার ফ্যানেরা তাকে দেখার জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তা স্পষ্ট।
https://www.instagram.com/p/CGRvDmRnq8g/?utm_source=ig_web_copy_link



















